মানবতার পুলিশ ট্রাফিকের এসআই আশিকুজ্জামান আহত

Passenger Voice    |    ১০:৫৭ এএম, ২০২১-০৬-০৯


মানবতার পুলিশ ট্রাফিকের এসআই আশিকুজ্জামান আহত

রাজধানীর কাকরাইল মোড়ে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তি আহত হন। থানা পুলিশের অপেক্ষা না করে তাৎক্ষণিক সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আশিকুজ্জামান তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

মঙ্গলবার (৮ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালের জরুরি বিভাগে ওই ব্যক্তিকে নেওয়া হলে দেখা যায় তার মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরছে। পরে  নিয়ম অনুয়াযী ওই পুলিশ কর্মকর্তা একটি টিকিট কেটে জরুরি বিভাগের এক নম্বর রুমে দায়িত্বরত চিকিৎসকের কাছে আহত ব্যক্তিকে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে নিউরোসার্জারি বিভাগের ৯৯ নম্বর ওয়ার্ডে রেফার করেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক দ্রুত একটি ইনজেকশন কিনে আনতে বলেন ট্রাফিক পুলিশের কর্মকর্তাকে। চিকিৎসকের পরামর্শক্রমে তিনি বাইরে গিয়ে ওষুধের দোকান থেকে ইনজেকশন কিনে আনেন। পরে ওই ওয়ার্ডে দায়িত্বরত এক নার্স তাকে ইনজেকশন দেন।  

৯৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত এক নার্স বলেন, এ ইনজেকশন ঘুমসহ নানা রকম কাজ করে। এটি হাসপাতালে নেই। তাই  বাহির থেকে কিনে আনতে বলা হয়েছে। এটা দেওয়ার পর রোগী স্টাবল হলে তাকে নেওয়া হয় সিটি স্ক্যান রুমে। রোগীর সেবা দেওয়ার এ মহত্ব দেখে কথা বলতে গেলে ট্রাফিকের এসআই আশিকুজ্জামান বলেন, ভাই একটু পরে কথা বলি। আগে রোগীর সেবাটা দেই। তার কথা অনুযায়ী অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর একটু ফ্রি হলে তার সঙ্গে কথা হলে তিনি বলেন, একটি অটোরিকশা নাইটিঙ্গেল থেকে কাকরাইল মসজিদের দিকে যাচ্ছিল। 

তখন ওই লোক কাকরাইল মোড়ে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় আহত হন। আমি সেখানে দায়িত্ব পালন করছিলাম। তাৎক্ষণিক গেলাম আহত ব্যক্তির কাছে। দেখলাম তার মাথা ও মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরছে। অটোরিকশাটি আটকালাম। পরে সেই অটোরিকশা দিয়ে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলাম। এখন চিকিৎসকরা বলছেন, সিটি স্ক্যানের পরে রিপোর্ট দেখে তার বিস্তারিত চিকিৎসা দেওয়া হবে। আহত ব্যক্তির মোবাইল থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার নামটা শুধু জানতে পেরেছি মানিক মিয়া। পেশায় তিনি ব্যবসায়ী।

তিনি আরও বলেন, হাসপাতালে গিয়ে রমনা থানায় বিষয়টি জানিয়েছি। তবে ঘটনার সময় থানা পুলিশের অপেক্ষা না করে দ্রুত আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসি। আগে রোগীর চিকিৎসা দরকার, তারপর অন্য কিছু। নিউরোসার্জারি ওয়ার্ডের এক দায়িত্বরত চিকিৎসক বলেন, আহত ব্যক্তির সিটি স্ক্যান রিপোর্ট ভালো আছে। নাকসহ মুখমণ্ডলে আঘাতের কারণে রোগীকে এখন নাক-কান-গলা বিভাগে পাঠানো হয়েছে।

হাসপাতালে ওই ট্রাফিক পুলিশের আন্তরিকতা ও মানবতা দেখে অনেকেই বলাবলি করতে থাকেন মানবতার পুলিশ আশিকুজ্জামান। আবার কেউ কেউ বলতে থাকেন সময় মতো তাকে হাসপাতালে নিয়ে আসার কারণে চিকিৎসার পরে বিপদমুক্ত হয়েছেন।

 

পেভ/চ/জেসি